Tuesday, November 26, 2019

অ্যাব্রোটেনাম ঔষধ পরিচিতি

Remedy  Review: Abrotenum 

[বই ও পৃষ্ঠা: নরেন্দ্র-৬৩, এলেন-১৩, ঘোষ-৯, বোরিক-২, ভট্টাচার্য-১০৩]
* শীতকাতর (৩য়), * একপ্রকার লতা পাতার টিংচার, * গভীর টিউবারকুলার ও সাইকোটিক

মূলকথা:
১. পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর।
২. উদারাময়ে উপশম (এসিড ফস, স্যাঙ্গুইনেরিয়া)।  
৩. শীর্ণতা ও ক্ষয়দোষ, প্রবল ক্ষুধা স্বত্ত্বেও দেহ শুকাইয়া যায়।
৪. বাচালতা।

মূল্যবান কথা:
মুখের আকৃতি বুড়োদেও মত, ফ্যাকাসে, কোচকানো।
শিশুরা রাক্ষসের মত খায় কিন্তু হজম করতে পাওে না, প্রচুর মলত্যাগ করে। 
শিশু বদমেজাজী, খিটখিটে, উগ্র। নিষ্ঠুর ও নির্দয় কাজ যেমন পোকা-মাকড়কে কষ্টদেয়া করতে পছন্দ করে।

অন্যান্য কথা:
- পেট ফাঁপা। পর্যায়ক্রমে উদারাময় ও কোষ্ঠবদ্ধতা।
- কব্জিতে, গোড়ালিতে, ঘাড়ে ও বাহুতে বেদনা।
- মুখমন্ডলে থাকা রক্তবহা নাড়ীর অর্বুদ।
- দুগ্ধে সিদ্ধ রুটি ইহার প্রিয় খাদ্য।

কয়েকটি ব্যবহার:
* শিশুদের শীর্ণতারোগের একটি বহুল ব্যবহৃত ঔষধ। বিষেশত নিম্নাঙ্গের শীর্ণতা, যদিও ক্ষুধা প্রচুর থাকে। (আইওডি, স্যানিকি, টিউবার,)। সাইকোসিস ও সিফিলিস জনিত শুকাইয়া যাওয়ায় মেডো ও সিফিলিনামও দুটি শ্রেষ্ঠ ঔষধ। (ক্ষুধা স্বত্বেও শরীর তথা ঘাড়ের পিছনের দিকটা শুকাতে থাকে -নেট্রাম মি.)। সবশেষে শিশুর গলদেশটি এত শীর্ণতাপ্রাপ্ত হয় যে রোগী মাথাটি সোজা করিয়া রাখিতে পারে না।
* ছেলেদের নাভিদিয়া রস-রক্ত পড়া, নাকদিয়া রক্তপড়া, অন্ডকোষ ফোলা ও তাহার সহিত দেহ শুকাইয়া যাইতে থাকিলে ইহা বিশেষ ফলপ্রদ। - কেন্ট।

No comments:

Post a Comment